অন্ধকারে আছি একা নিঝুম
বুকে আমার আকাশ  গাঢ়
কুয়োর জলে একাদশীর চাঁদ
ছড়াচ্ছে জ‍্যোৎস্না গভীরে আরও


আমাকে  তকমা  দিয়েছো সমুদ্র
পা ডুবিয়ে রেখেছো মাটিতে
গাছের মতো জড়িয়ে আছো
ঘাসে ;লরির চাকায় চটিতে


সব গাছে ফুল ফোটানো
দুষ্কর; জেনেও  মালি খাটে
সংবাদ ছোটে বাতাসেরও আগে
সব পথিকই  একা এতল্লাটে


ফেলে  যেও না ফেলে যেও না
বলতে বলতে অনেক ঘুরে  
পালেদের নাগরদোলায় উঠে
দ‍্যাখে  পৃথিবী কেমন ঘোরে


দৈবাৎ যদি দেখা হয়
মেঘের আরও ওপর আরও
পরমুহূর্তে দুর্ভেদ‍্য জঙ্গলে  দেখি
তুমিও মাথা নিচু  করো


ধিক্কার কুড়োবে এবার  বুঝেছি
ফুরিয়েছে চোখ বন্ধের দিন
খালি পায়ে ঠোক্কর খেয়েছে
খাবেনা ভাত  নুনবিহীন।