দেরি নেই,রক্তিম হয়ে উঠতে সুন্দরের হাত


দ‍্যাখো শীতল সর্বনাশের ভিতর  
অতীত ভাসিয়ে কেমন ভবিষ্যত চুরমার করতে
সুন্দর  হাতছানি দিচ্ছে
নিয়ে যাচ্ছে শুঁড়িপথে
আমার ভীষণ ভয় করে আজ রোদ্দুরে বেরুতে
মনে হয় হিংস্র জঙ্গলের অদূরে পড়ে আছি
পাথরের মতন নদীর তীরে
মনে হয় ওদের ডাকে যদি  যাই  সমভিব‍্যাহারে
কাছে বা দূরে
কক্ষনো না কক্ষনো না বলতে বলতে যদি
ওদের কাছে দাঁড়াই
জিজ্ঞেস করি কার রক্তে করতল রাঙা?
শুনে যদি বলে:
তোমাকে নেওয়া যেতে পারে
নেওয়া যেতে পারে মঞ্চের উপরে
নেওয়া যেতে পারে
বাইরে থেকে ভিতরে নিবিড়ে


তারপর ভয়ের থেকে পরিত্রাণ পেয়ে
ফিরি অতীতের ঘরে
যে  দেখিয়েছে আলো অন্ধকারে---