অন্ধকার জড়িয়ে শুয়ে আছে দিন
কাঁপছে বসে ভেজা ভোরের কাক
জানলা দিয়ে মানুষ মারে  উঁকি
গড়িয়ে  সময় যাক না যেদিক  যাক


খবর নিজেই একা একা কাঁদে
ভাঙা শব্দে  আলো  ঘুরপাক  খায়
পথিক শূন্য পথে বিন্দুতে  হারায়
তবুও গলি মেশে   বড়ো রাস্তায়


ফুসফুস চতুর্দিকে ছাই হয় রোজ
চাঁদ তারায় চলে আড় চাউনি
সহস্র  অস্ত্রহীন যোদ্ধার দু'হাতে
টিনের তলোয়ার,অদূরে ফেলেছে ছাউনি


ধিক্কার দাও যতই  কানপাতা মোড়া
উঠেছে  পিঁপড়ের মতন ওড়বার ডানা
শুনেছি  সে বাণী  লিপিবদ্ধ করেছি আপনি
মজেছি জীবনানন্দে ; সড়কে গৃহস্থের ঠিকানা।