মিথ্যে অহংকার নিয়ে বেঁচে থাকার মধ‍্যে
কোনো গর্ব নেই
অন্ধকার সরিয়ে একটু  এগোলে দেখা যায়
তোমার   নখে লেগে আছে সহস্র অতৃপ্ত বাসনা
হাজারও  মিথ্যে প্রতিশ্রুতি
আর তোমারই তৈরি অমোঘ  আখ্যান
একবার নিজেকে রাত্রির বিরুদ্ধে জন্ম দাও
তোমার প্রজ্ঞা জীবাশ্মের নিচ থেকে
মুক্তি বাসনা চাইবে তোমারি কাছে
তুমি নিজের চোখে দেখবে কেমন কোরে
ভোর রাতের খোলস ছেড়ে মালঞ্চে আলো  আনে
সৃষ্টি করে অবিকল
তোমারই মতন
অন্য এক তুমি।