সংস্রবহারা  মানব জীবন
পেটে তার একবুক কালি
কুলুঙ্গীর তেলহীন প্রদীপের মতন
নৈরাশ‍্যে জেগে আছে
রাতের বুড়ো পেঁচার কাছে

শুয়ে আছে সমান্তরাল  অশ্বের স্বচ্ছন্দ চলন
অজানা  সর্বনাশের  চুড়োয়
মৃত হয়ে আছে নিজের কাছে
সূক্ষ্ম  চোরা টানে আকাশের নিচে
দেশে আর কালে শূন্যে চোখ  তুলে
অদৃশ্য পথে হাঁটে
কষ্ট লুকোনোর কৌশলে


প্রতিটি মুহূর্ত পাল্টাতে পাল্টাতে
মাটি ফুঁড়ে প্রসিদ্ধ করে নিজের শরীর


জলের আলপনা হয়ে
ভূমি  ছেড়ে আকাশে থাকে চিরস্থির---