সদরের দরজায় কান খাড়া রাখি
এই বুঝি টোকা পড়ে;এই বুঝি এগিয়ে এলো আলো এই বুঝি বললো: দরজা খোলো।
বাঁচার গভীরে জীবন ধরে রাখা কৌশল
টুকরো টুকরো কিছু প্রতিবিম্ব
অস্থির হয়ে দোলে অবসন্ন শরীরে
অবশিষ্ট অন্ধকারে শেষ রাত টুকু দেখে নেয়
রাতের পেঁচা ঘাড় ঘুরিয়ে নিজের কোরে চারদিক।
দু'এক ফালি জঙ্গলের বুকে শেয়ালেরা শেষ প্রহরের ডাক দিতে তৈরি হয় ভিতর ভিতর।
রাত জাগা পাখিটা দ‍্যাখে
যার পরামর্শে অন্ধকার নিয়ে এসেছিল রাত
প্রতিপক্ষ সে এখন
সেসব আর কাউকে বলার নয়; বলি না কখনো
কী জানি, কতটুকু জানি। শুধু সতর্ক শাসনে চোখ রেখে অপেক্ষার ওর খুঁজি।
আমাদের ইঁদারার জলে মিশে ছিল যার চোখের পানি
তার একমাত্র সাক্ষী  
দু'জন দু'জনকে চিনি
নিজের চোখে দেখিয়ে দিতে পারি
অপেক্ষায় অপেক্ষায় একান্ত গোপনে
দু'জনে কত সংসারী।