ছোট  বড়ো  গাছগুলোকে দেখো
রোজই সবাই ভোর বেলাতে জাগে
কাক ময়না চড়ুই শালিখ টিয়ে
গলা সাধে সূর্য ওঠার আগে

গাছকে দেখে শেখো যদি তুমি
কোনো দিনও ভয় পাবে না মোটে
আকাশ বাতাস  রোদ্রু জোনাক পাখি
শেখার লোভে গাছের কাছে জোটে

একটু দেখো মনের চোখ  দিয়ে
ঊষা কেমন  দিনের কড়া নাড়ে
প্রভাত যদি নাই  চিনলে  তুমি
দিন চিনবে  তবে কেমন কোরে!

ঘুমিয়েো না  আর চাদর মুড়ি দিয়ে
জেগে ওঠো, তাকাও বাহির-পানে
লাল হয়েছে পুবের আকাশ ওই
গগন  মুখর পাখির মধুর গানে

ভুলকো ওঠার অনেক  আগে উঠে
কামার কুমোর জেলে মেথর চাষী
লেগে গেছে নিজে নিজ কাজে
ও_বাপু__শিশু   তোকেই তো সব্বাই ভালবাসি

তুই  জাগালেই জাগবে  ঘুমন্ত দেশবাসী।