থমকে আছে ভীষণ ভাবে
মানুষ  ঘেঁষা পশু পাখি
সবাই  এখন চুপটি কোরে,
করছে না কেউ  মাখামাখি


চিল উড়ছে দূর আকাশে
চড়ুই কাক ঘরের কোণে
গৃহের পশু অবাক হয়ে
মানুষ দ‍্যাখে দুই নয়ানে


ছেলে মেয়ে দূরের দেশে
ঘুম নেইকো মায়ের চোখে
স্তব্ধ চাকা ঠাণ্ডা উনুন
ভাত ওঠেনা হাজার মুখে


এমন সময় অনেক মানুষ
ঘুরছে পথে আপন ঘোরে
তাদের দেখে প্রশ্ন জাগে
বাইরে কেন গায়ের জোরে?


মেনে চলো দেশের আইন
ঘর বন্দী থাকো সবাই
আপনি বাঁচো মানুষ তুমি
মানুষ তোমার বোন ভাই


অল্প খাও কটা দিন
ভিড় কোরোনা বাজার হাটে
বাঁচবে তবে নইলে শেষে
শব দেখবে পথে ঘাটে।