খাবার নিয়ে মা ফেরে না
বেড়িয়েছে কোন কাক ভোরে
শালিক কাকের ছোট্ট ছানা
বাসায় আছে হাঁ করে


বদলে গেছে চেনা মানুষ
থাকতো যারা সুখে-দুখে
হতাশ হয়ে ফেরে মা
একটাও নেই দানা মুখে


ব্যস্ত শহর ব্যস্ত গ্রাম
অসুখ নিয়ে শুয়ে আছে
নিকট মানুষ মরলে পরও
যায় না কেউই ভয়ে কাছে


গোরু ছাগল কুকুর বিড়াল
অনেক প্রাণী মানুষ ঘেঁষা
চোখ  ছল্ ছল্  কাটায় দিন
বোঝে গৃহস্থের চোখের ভাষা


আটকে যারা ছিল খাঁচায়
মুক্তি পেয়েও যায় না ফেলে
দেখে অবাক মানুষ  ভাবে
এমন হৃদয় কোথায় পেলে!


শিক্ষা নেবার সময় এখন
বুঝুক  মানুষ  জীবন দশা  
আমার তোমার স্বদেশ-বিদেশ
উর্ধে সবার    বাঁচুক ভালোবাসা।