আমার কাছে রবীন্দ্রনাথ
আমার কাছে নজরুল
আমার কাছে পদ্ম জুঁই
রূপসী বাংলার দুই  ফুল


রবি এলো বোশেখ মাসে
জ‍্যোষ্ঠে এলো নজরুল
দিঘির জলে উঠল ফুটে
সহস্র শ্বেত পদ্ম ফুল


রঙিন হলো বঙ্গ ভূবন
জানলো জগত মধুর ভাষা
চাঁদ সূর্য আকাশ বাংলা
বাংলা মনের আলো আশা


বাইশে শ্রাবণ রবি ঠাকুর
ভেজা সবার চোখের পাতা
বারোই ভাদ্র দুখু মিঁয়া
শোকস্তব্ধ  ভারতমাতা


বাংলা আমার পুণ‍্যতীর্থ
বাংলা আমার  বল বীর
বাংলা গগণে ভানু জোনাকি
রেখেছে সবার উচ্চশির ।