উপলব্ধি আজ আর আগের বাঁধনে নেই /সংসারের নানান চাপে দিয়েছে ডুব /ভাসছে শরতের মেঘের মতো /নিজ বাসভূমি ভুলে দেখানোর নেশা নিজেকে টুকরো টুকরো করে ছড়ায় রাস্তায় /এককেন্দ্রিক বহু বৃত্তের মতো /যদিও রাত দিনের সম্পর্কে ভয়ংকর আঁতাত /তবুও - ছেঁড়া ছেঁড়া অন্ধকার /শেষ রাতের ট্রেনের হর্ন /জেগে থাকে/ নিদ্রাহীন কবির সৃষ্টির আশায় -