বন্ধু কথা



ছুটি শুধুই ছুটি তাই ইস্কুল বন্ধ
জানালায় বসে দেখি  পথে নেই ছন্দ

নেই কোন ছোটাছুটি নেই ব্যস্ততা
পথ শুয়ে একা পথে  ফাঁকা চৌমাথা

চেনা জানা কুকুরের ডাক   যায়না শোনা
কাছে পিঠে পথে নেই কারও আনাগোনা

সোনা মাসি ফোন করে মাকে বলে দিদিভাই
ঘরে বসে জবুথবু ভয়ে আমরা সবাই

শুনে আমি ভাবি মনে দেখি আকাশে
শঙ্কিত আমি বসে একা আমারই  পাশে

হাজারও  মন্দ মাঝে কিছু দেখি ভালো
অচেনা নানান পাখির দেখা পাওয়া গেল

বন্ধু যারা শোন বলি বন্ধু কথায়
বন্দি করে বনের পাখি  রেখোনা খাঁচায়।