বাঙালির বাংলা হোক না এদেশ  ওদেশ
দুই ভাইয়ে আমরা আছিও তো বেশ

অহংকারের  মাতৃভাষা বাংলা আমাদেরই
আমরা গর্বিত আমাদের একুশে ফেব্রুয়ারি


তফাৎ দেখি না মোটে রাম রহিমে
কুসুম একই রঙের আন্ডা ও ডিমে


গঙ্গা পদ্মা নিয়ে ঢাকা-কলকাতা
বেঁচে আছে বাঙালি বাংলা কথা


এক ও  অভিন্ন   পানি আর জল
দুই বাংলায় ফলায়   সোনার ফসল


এক জাতি ভাষা    এক পরিধান
দু'দেশের মাঝে আছে আত্মার টান


স্বাধীনতা এনেছে বীর রেখেছে সম্মান
দু'বঙ্গের বন্ধু শেখ মুজিবর রহমান।