আমাদের  আমরা আছি আছে
গর্ব করার  মাতৃভাষা
আমাদের বাংলা একটাই বিশ্ব
বাংলা আমাদের আলো আশা।


কুলি মজুর মেথর মুচি
জেলে কামার কুমোর চাষা
ঘরেঘরে  আছে বাবা- মা ভাই-বোন
আছে একবুক ভালোবাসা।


একুশ আমাদের উঁচু মাথা
আমরা বাঙালি বাংলা মাতৃভাষা
কাকদ্বীপ থেকে দার্জিলিং সব
পথ এক রাস্তায়  মেশা।


আজও ভোরে ঘুম থেকে ওঠে
বাংলার ঘরেঘরে রফিক সালাম
দিনের আলোর মতন জেগে
আছে ভাষা শহীদের নাম।


ঈদ্ কিম্বা কোজাগরী আমাদের
একটাই চাঁদ  আকাশে ভাসে
ঢাকা-কোলকাতা বাঙালির রাস্তা
এক প্রাঙ্গণে এসে মেশে।