চেনা বাল্যকাল ডুব দেয় একই জলে
পাড়ে ওঠে দুজন দুই সীমারেখা টানা স্থলে


পূর্ব হারিয়ে গেছে মানুষের ভিড়ে
পশ্চিম আজ অস্তের মুখে 'বাংলা' র গভীরে


নামের প্রশ্ন পাতায় কী আসে যায়
আকাশ ভেঙে নক্ষত্র যদি মাটিতে গড়াই


কাল আর হয় না তো আজ দিনে
দুপুরে সূর্য অচেনা লাগে আত্মীয় পরিজনে


না হয় হলো 'বাংলা' বঙ্গ অতীত রসে
স্মৃতি বেঁচে থাক পদ্মার ঢেউ মিশে 'বাংলা' র
আকাশে


মেঘে ঢেকে যায় নামের প্রত্যয় মানুষে মানুষ
মারে
আজ জাতীয়তাবোধ জাগ্রত হোক 'বাংলা '
হৃদয় জুড়ে