সত্যি যারা গোপালপুরে
            যাওনি কোনো দিন
তাদেরকে বলবো আমি
            যাও একটা দিন।।
চাঁদ আটকে আছে
         দ্যাখো তালগাছের মাথায়
চারদিকে সবুজ শুয়ে
            তরু লতার পাতায় ।।
দূরে দ্যাখো নীলাকাশ
            মাটি ছুঁয়ে আছে
চোখের পাশে তারাগুলো
            মেঘ মাথার কাছে।।
চাতার ফিঙে জলপিপি
            রঙিন যতো প্রজাপতি
কাঁধে মাথায় বসবে
          এসে শোনাবেই প্রভাতি ।।
হরিণ এসে তোমার
          হাতে ঠেকিয়ে  মুখ
বুঝিয়ে দেবে নীরবে
            গ্রাম বাংলা'র সুখ।।
শরৎ কালের  কাশফুল
            নদীতীরে ঢেউ খ্যালে
ফি-বছর দুগ্গামা
            এসে যায় চলে।।
মায়া মমতা দিয়ে
            গোপালপুর গ্রাম গড়া
সেই গ্রামেই বসে
             লিখি ছন্দময় ছড়া।।