জল ফুলে যায় ময়ূরাক্ষীর
তীর ভেঙে যায় বানে
বাঁচে তবু চাষী বউ
আশা নিয়ে শুভ অঘ্রানে।।


ফকির বাউল ভোরে জেগে
গান শোনাতে ট্রেন ধরে
শীতল তাদের শিল্প বেঁচে
ট্রেন যাত্রীর হাত ধরে।।


বর্ষা কিম্বা গ্রীষ্ম শীত
বারো মাসের প্রতিদিন
গান শুনিয়ে ভিক্ষা করে
বৃদ্ধি করে শিল্প ঋণ।।


ভাঙা বুকের প্রদীপ শিখা
ট্রেন যাত্রী কানু- আকবর
গান শুনে বাঁচিয়ে রাখে
বাউল কেনারামের ঘর।।


শিল্প যাদের মাথার বেড়ি
তারাই বেশি উদাস ভারী
জন্ম ভেসে মৃত্যুতে ডুব
ভাবের ঘরে করছে চুরি।।


পূর্ণ  দাশের পূর্ণ বাউল
তবু জেগে আপন তদ্বীরে
গ্রামের সঙ্গে বাউল বাঁচাও
আছো যারা রাজ্য শিরে।।