ইচ্ছে যা কিছু সব মনের পরতে পরতে গাঁথা


অন্ধকারে ভিজিয়ে রাখা শরীর
হৃদয়ের কোণে খোঁজে একটু জমি


আমি শিশিরের স্নান সেরে ফিরে যাই


সহ্য হয় না বারুদের গন্ধ


দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা ঘুমিয়ে পরেছে
ডেকো না তাদের


ময়ূরাক্ষীর তীরে এখনও মেলা বসে শীতে
মাথায় নিম তেলের গন্ধ
শোনা যায়  মাদলের আওয়াজ

ভারতবর্ষকে মনে করিয়ে দেয়


তবুও ---


প্রতিদিন ভারতবর্ষকে কাছে নিয়ে শুতে হয় আজ।