চাঁদ সূর্য আত্মীয় পৃথিবীর
রোদ্দুর জ‍্যোৎস্নার হৃদয় বোঝে
অনিমেষ বিশ্বাসে দিনের অন্ধকার
ঝড়ের আকাশে স্তম্ভ খোঁজে


দিনের আশায় ঘুমিয়ে পড়ে
শিশির ভেজা পাখির  ডানা
রাতের সীমায়  ঘ্রাণ  ছড়ায়
রাত পাখিদের আনাগোনা


বছর হাঁটে শতাব্দীর উঠোনে
দিন লুকিয়ে পড়ে ঘাসে
আলো ও অন্ধকার নদীর মতন
কখনও  কাঁদে কখনও  হাসে


মানুষের কান্না একা ঘোরে
দোকানপাট পথঘাট চারদিক শুনশান
হাঁপিয়ে ওঠে  ঠাকুর দালান
ভগবানও  একা   হয়ে যান


আগুন দিয়েছে যারা ঘরে
তাদের শ্মশানবন্ধু অন্ধকার দিক
চক্ষুহীন তবু পথ খোঁজে
স্পষ্ট  দ‍্যাখে ভোরের  শালিক।