আমার বাড়ির পুবের কোণে
হাই তোলা লাল সূর্যটাকে
প্রকাণ্ড এক কৃষ্ণচূড়া
নিজের ডালে আটকে রাখে

কমলালেবু ভেবে  তাকে
শালিক ফিঙে কাক ময়না
চঞ্চু দিয়ে  খুঁটতে গেলে
হাতের কাছে আর পায়না

পাখির ডাকে জেগে অরুণ
ঘুমের দেশে আর থাকে না
চোখ খুলে দেখে রবি
ভোরের পাখির ইচ্ছে ডানা

আমার বাড়ির পুবের কোণে
প্রকাণ্ড এক কৃষ্ণচূড়া
ফুলের রঙে সূর্য হারায়
পাখিরা হয় দিশেহারা

ইস্কুলে  যায় খোকা-খুকি
চেয়ে চেয়ে গাছের পানে
ওরাও দ্যাখে লাল সূর্যর
নিদ্রা মিশে  দুই নয়ানে।

সকাল বেলার সূর্যটা রোজ
মাঝদুপুরে আগুন হয়
তোমরা তো সব লাল সূর্য
আগুন হতে কিসের ভয়।