চূর্ণ করেছো তুমি বিশ্বাসের পূর্ণ কলস
ভুলে গ্যাছো শপথের কথা
বলে ছিলে বুকে মাথা রেখে
এক বুক আকাশের নিচে
জ্বলবে তারার মতো অভিন্ন কামনায়
তবুও,
ছুটে গ্যাছো উলকার বেগে অদৃশ্য অমোঘ টানে
মাটির স্পর্শ পাওনি এতটুকু
আজ তুমি শূন্যে পূর্ণ শূন্যতায়
একা একা মাটির গভীরে
খুঁজে ফেরো রক্তের ছাপ
শুতে চাও মৃত্যুর পাশে চিতা হয়ে
আমাকেই ঘিরে একান্ত নিবিড়ে
শেষ মৃত্যুর আগে চেয়ে দ্যাখো
বেঁচে আছি আমি অশীতিপর
বিধবা মায়ের স্নেহের বাঁধনে ---
মা আমার অশ্রু শুষে হয়েছে গঙ্গা
পলে পলে আমি অনুতপ্ত হই সংগোপনে
ভাবি, ভুল ছিল নিরুপায় ঝাঁপ মৃত্যুর সামনে