সিউড়ি থেকে সড়ক পথে
তারাপীঠ যাওয়ার সময় দেখো
মূয়ারাক্ষী নদীর ওপর তিলপাড়ার
বাঁধ ; নামটা মনে রেখো

সন্ধ্যে বেলায় কেউ কখনও
গেছো? তিলপাড়ার সেই বাঁধে
দেখতে গেলে ভুতের ঝি
কেমন সুড়সুড়ি দেয় কাঁধে

কাক জোনাকি অন্ধকারে
বাজার বসে নদীর চরে
ভুতেরা সব  বাজার করে
নাতি-পুতির হাত ধরে

একটা ভূতের এক কাহণ
রোজ লাগে ফুলকো লুচি
টাকা পয়সার চল নেই
ভুতের রুপি খোলামকুচি

ভুতের কাছে ভালো মানুষ
ঠাকুর জ্ঞানে গণ্য হয়
তাইতো বলি সহজ যারা
তাদের নেই ভূতের ভয়

গাছের ঝোপে থাকতো আগে
মানুষ রুপে এখন থাকে
অনেক মানুষ মানুষই নয়
মানুষ রূপে দেখি যাকে---