গড়তে গড়তে ভেঙে যায়
খুঁত খুঁতে মন ভাঙে আর গড়ে

না গড়ে ভাঙা বেয়াদপি

কেউ গড়তে গড়তে জাত ধর্ম উচ্চ নীচ
সব সীমারেখা ভেঙে ফ্যালে

মানুষ তারই সৃষ্টি

তবুও গুটি কয়েক বর্বর আছে রাত জেগে
তাদের বাগানে ফুল ফোটাতে চায়

অল্প আঁচে মুখের গরম হাওয়া
যেমন মিয়ানো দেশলাই কাঠি ঝলসে দেয়
যেমন শেষ মৃত্যুর আগে
জেগে উঠে হয় দাবানল

ঠিকানা হারিয়ে তুমিও ফিরে চাও
অতীত জীবন

ঘুমানো ইতিহাস কখনও কখনও
জেগে ওঠে রাত দুপুরে
কান খাড়া করে ঝড়ের শব্দ শোনে শন শন

মানে না বিপ্রকর্ষণ

ভয় ছুঁতে পারে না ওদের

ইচ্ছে তো মনের গা
আপন জোরে ফ্যালে তার পা---