চোখ যায় দেখি বহু দূর /দেখি নাতো - - - - - ক্যামন করে মেঘ ওঠায় আকাশে সমুদ্রুর /চোখ যায় দেখি যত দূর - - - কাঙালির মাকে ক্যামন করে এক চিলতে কাপড়ে আব্রু ঢেকে রাখে /চোখ যায় দেখি যত দূর /শুকনো গাছে পেঁচা ডাকে /মৃত্যু মুখে জীবন করে ঘুর ঘুর /চোখ যায় দেখি যত দূর /ঘরে ঘরে বেকার জোয়ান /বুনো ঘাসে ঢাকা পড়ে বিদীর্ণ দালান /চোখ যায় দেখি যত দূর /শিক্ষা মান কুচো হয় /শোনা যায় অতীতের ভুল /তবু দেখি তৃণ হয় অঙ্কুরিত /ছড়ায় বিষাক্ত মূল।