শিশু কালটা ফিরতো যদি
ভাবো কেমন মজা হতো!
বিশ্বভুবন হারিয়ে গেলেও
মায়ের কোল তা ফিরিয়ে দিতো।


মায়ের কোলের স্বপ্ন দেখি
মাকে দেখি জগৎজুড়ে
মায়ের  বুকে মুখ লুকানোর
মেলেনা সুখ বিশ্ব ঘুরে।


তোমার আমার মতই মানুষ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাতৃ ভক্তির চরম গুনে
হলেন তিনি দয়ার সাগর।


ছোটবেলার শিক্ষা যদি
হারিয়ে ফেলো বড় হলে
মনটা তোমার মাঝ  দুপুরে
আটকে যাবে ইঁদুর  কলে।


মায়ের কোলে ছেলে-পুলে
চিরকালই দুধের শিশু
সব মায়েরই বুকের কাছে
খোকা-খুকি লক্ষ্মী, যীশু।


বাবা মায়ের  মধুর  স্মৃতি
দগ্ধ; বৃদ্ধাশ্রমে শেষ জীবন
তারই মাঝে হাজার আছে
পুরোনো দিনের সেই শ্রবণ।