লক্ষ তারার মাঝেখানে এক চাঁদ
মুক্ত ছড়ায় হেসে, আকাশ ভালোবেসে ;
নক্ষত্রের দেশে। বুকে সাহস বল
অসীম ভরসা, গভীর আত্মবিশ্বাসে।


চাঁদের কাছে শিখে চলার ঢং
বাতাস ছোটে না-থামার পথে
মেঘ পাখির সত্য জানা আছে
সূর্য চাঁদ বন্ধু সবার দিনে ও রাতে।


পুবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি
একবারও ভুল হয়না কোনদিনও
ক্লান্ত রবি অন্ধকারে গেলেও
চন্দ্রালোকের তাপ পায়না আকাশ কখনও।


সূর্য আখায় রান্না করে গাছ
শিকড় জানে গোপন জীবনকথা
মাটির নিচে কলস ভরা জলে
ফুল পাখির সুপ্ত জীবন গাঁথা।


সারা জীবন জুড়ে ক্ষুদ্র সম্বল
বেঁচে আছে জোনাকির আপন বিশ্বাস ;
পৃথিবীও রাখে ঘূর্ণনের নিজস্ব স্রোত
কর্মফলে ঋতুফুল ফোটে বারোমাস।


মুণ্ডুহীন বাঁচা বর্জন করেছে শিরদাঁড়া
দীনহীন মানুষের মুক্তির পূর্বাভাস---
রাস্তার ওপর আগুনে পেট পোড়ে
উর্ধ্বে মুঠোহাত। গন্তব্যে অটুট বিশ্বাস।