বসন্ত ফুল ফোটে না  বন্ধ্যা সময়ে
তবুও; জীব্ন যায় জীব্ন আসে
বিশ্বাসে অবিশ্বাসে ভাসে
মাটির  গভীরে শূন্য আকাশে
ঘোলাটে অন্ধকার ভোর  হয় ফিরে আসে
ভাত হয়ে শক্ত হয় অনুভুতি          
খুজে  পেতে চাই বল-  বল চাই
অনন্ত গুহার গভীরতা খণ্ডিত হয়
অথচ সে কখনই খাণ্ডব নয়
সেই শক্তি অজন করে শুধু নির্ভয়।