মা আমাকে রোজ সকালে
রবির সঙ্গে উঠতে শেখাই
ফুল পাখি রোদ সকালের
বন্ধু আমার আমাকে চাই।


ঋতুতে ঋতুতে বিচিত্র পরিবেশ
উপহার দেয় নতুন সাল
রাত-দিন পাক খেয়ে
পৃথিবী  আনে একটা সকাল।


দিন বছরের নিখুঁত হিসাব
নিজেই মেলাই কাঁটায় কাঁটায়
আমারই মতো সন্ধ্যায়  শোয়
সময়ে  যাতে সকাল হয়।


আমরা দেখি রাতের তারা
দিনের তারা সূর্য দ‍্যাখে
রোদ-বৃষ্টি শীত গরমে
আপন করে আগলে রাখে।


চাঁদ সূর্য পৃথিবী তারা
এক চাদরে ঘুমোয় রোজ
তোমরা দেখো শুধুই ফারাক
আমরা রাখি সবার খোঁজ।


মা সকলের দেবী ভগবতী
ঈশ্বর কেন নই সবাই
মানুষ দেবতা বাঙালির ঘরে
আশায় জাতির বোন ভাই।