পাখির মত আমার যদি থাকত দুটো ডানা
যেতাম উড়ে দেশান্তরে নীলাকাশ হত আমার ঠিকানা

নানা দেশের নানা নদীর নানা রকম জল
পান করে কি অছুৎ হত আমার বক্ষস্থল!

মাটির ওপর ঠেকিয়ে মাথা বুঝে নিতাম আমি
তফাৎ কোথায়? কোন দেশেতে মানুষ বেশি দামি

জানব  ঘুরে বিশ্বটাকে দেখব গোড়া দেখব কালো
রঙের ভিতর কোথায় মানুষ লুকিয়ে আছে মন্দ-ভালো

বন্ধু হব মেঘের আমি বৃষ্টি কথা জেনে
কেমন করে জল ওঠায় সাগর থেকে টেনে

সাদা কালো বর্ণ নিয়ে আকাশে  নেই  দ্বন্দ্ব
গোড়া কোথায় খুঁজে পায় কালোর ভিতর  মন্দ?

পাখির মত মানুষ হয়ে ঘুরব দেশে দেশে
পৃথিবীকেই  ঘর বানাব মানুষ মাটি ভালোবেসে।