এখন আমি শুয়ে আছি আকাশের দিকে চোখ মেলে /আমার বুকের ওপর বইছে নদী /চেপে আছে পাহাড় /আমার মাথার দিকে শহর গ্রাম পায়ের দিকে /শিরা গুলো রেলপথ /টের পাই নি আগে /চাকার শব্দে মালুম হয় /চরম বিপর্যয়ের মধ্যে একি আমার জয় /কুয়াশা কাটলে আকাশ পরিষ্কার হবে /বোঝা যাবে নিশ্চয়ই /আমার গভীরে কোনো অশালীন শব্দ নেই।