শূন্য থেকে একটু সরে গিয়ে /মাটির পানে রাখো যদি দৃষ্টি /দেখবে তুমি নিজের কাছে নিজেই /ক্যামন আকাশ ভেঙে প্লাবন ঘটায় বৃষ্টি /কাল ছিল যা আকাঙ্ক্ষাতে আজকে সেটা লীন /হাতের মুঠোয় জীবনটা তো চাই /হোক না যত অবস্থা সঙ্গীন /তোমার মনের ইচ্ছে যা তা আমারা সবাই জানি /মিথ্যে প্রতিশ্রুতির দানে বাড়াও বেবাক হয়রানি /মাটির সঙ্গে মেশার বিদ্যে যদি, আগে কর রপ্ত /তার পরে তো মা মাটি মানুষ,  হবে তোমার ভক্ত /সামনে যাওয়ার পথটা যদি দ্যাখো, অনেক পিছনে /তবে কর্ম যোগী হওয়ার সংকল্প,  করো কায় মনে।