তোমার সমস্ত কথা বুনে রাখি আজ
ফেলে রাখা শিল্পে শিখি গোছানোর কাজ


তোমার পায়ের ছাপও ধরে রাখি গভীরে
স্থায়ী চিহ্ন রেখে দিই নীলাকাশের রোদ্দুরে


তোমার বিভূতি আজও  বাঁচে আশৈশবের ভিড়ে
অমলিন প্রানচ্ছ্বাস বাসা বাঁধে সাগরের তীরে


বন্ধু হয়ে হাতে হাত রাখো তুমি
ভিন্ন স্বাদে মিশে আছো তুমি সে রকমই


মনস্কামে নেই কোন রত্ন অমোঘ টান
তুমি প্রতিভূ,উন্মার্গে নও খান খান


বৃষ্টি আনার মন্ত্রে আছো তুমি বাঁধা
নীল সলীলে মুরারীমোহন গেরুয়া রূপে রাধা।