পূর্ণগ্রাস সূর্য গ্রহণ
পৃথিবীর কোথাও অদৃশ্য
আবার কোথাও দৃশ্য আংশিক
ভারতে সম্পূর্ণ দৃশ্য জানেন বিদ্বজ্জন


সূর্য কিরণ হীন।
এই সময় গাছেদেরও একাদশী


অন্ধকারে জমাট আকাশ
প্যাঁচাদের মুণ্ডু ঘোরে গ্রহণের আশপাশ।


বিশ্বাসী মানুষ তুলসী পাতা দেয় ভাতে।


তোমরা রঙিন চশমার কাঁচে চোখ রাখো
আমি অপেক্ষায় অপেক্ষায় খালি পেটে
বুঝি অনেকে অনেকটাই বোঝে এ তল্লাটে।


চেয়ে দেখি আমি
যাদের রাস্তা চেনা
তাদের জামার বুক পকেটে ঠিকানা।


দেখা যায় মৈনাকের চূড়া আর
ভাঙা নদীর পাড়


আমরা যে রাস্তায় বসে তার
সামনে দাঁড়িয়ে অন্ধকার -----