লক ডাউনে চলছে দেশ
থমকে আছে গাড়ির চাকা
মানুষ এখন ঘরবন্দি
রাস্তাঘাট সবই ফাঁকা


বাড়ছে বিপদ মানুষ জনের
আতঙ্কটাও কম মোটে  নয়
দিন কাটছে রাতের মতন
ভুতের ঘরেও করোনা ভয়


শ্যাওড়া গাছের মাথার উপর
বাঁধছে বাসা পাখির দল
ওরাও  এখন জেনে  গেছে
বলছে ভূত  তফাৎ চল্


মানুষ  ছুঁলে জীবন যাবে
তাই তো দূরে পালায় ভূত
পেট চোঁ চোঁ তবু ছোটে
মন  যে করে  খুঁত  খুঁত

মল মাসটা এমন গেলে
ভুতের সংখ্যা হবে দ্বিগুণ
টান পড়বে বাসস্থানের
ভুতের গালে  লাগবে চুন


জীবন-মরণ অতীত ভবিষ্যৎ
বর্তমান লেপ্টে থাকা  গায়ে
ভাবে ভূত ভবিষ্যতের কথা
রুখতে করোনা যথা সময়ে


ভূতে  যাদের ভয় আছে
থাকো আনন্দে করো মজা
মানুষ ছোবেনা ভূতের সমাজ
বিধান দিয়েছে ভূতের রাজা


ভূতের কাছে শিক্ষা নিয়ে
নোলা একটু কমাও ভাই
বাঁচতে শেখো নইলে শেষে
ভূত সমাজে হবে  ঠাঁই।