হাসি তো পেছে বটে অবাকও হোচিে
জ্যান্তো মানুষ গুলাকে ঘেন্না করিস
কালো বটে তাই তুরা বলিস ছোটো জাত
ঠাকুর দালানে উঠা মানা
কাপড় খুলে দিস রাস্তা ঘাটে
সবার ছামুতে
অচ্ছুৎ বলিস


তোদের সমাজে কালো গুলা ব্রাত্য


তাহলে আজ সবাই মিলে তোরা
এই কালো মেয়েটোর কাছে
হাত জোর করে মাথা ঠুকিস ক্যানে?


হাতে দা আছে সেই  ভয়ে !

কালো হলেও মা হোলো
ভয়ে মাথা নিচু হোলো


মা-কালীকে দেখে একটো কথা শিখ্লম
কালোটো কোনো ব্যাপার লয়


চুপ থাকাটোই ভয়।