কৃচ্ছসাধনে অসহায় আমরা নিরুপায়
আমাদের হাতে আছে শুধু এক মুঠো ছাই


মাঠের সবুজ গিলে খায় নদী জল
চোরা পথ ডোবায় মনুষ্য সম্বল


থেকে থেকে কন্ডাকটর চেঁচিয়ে খুন
বলে সামনে থেকে পিছনে এগিয়ে চলুন


আমাদের নাম হোক বৃষ্টি আর ধান
আমরা বানর হয়েছি মানব সন্তান


অনাহারে মরে শিশু লজ্জায় মুখ ঢাকে দেশ
আমরা শুয়ে থাকি ক্রোধ নিয়ে অনিঃশেষ


মালসায় আগুন জ্বেলে রাখো
ঘনীভূত অন্ধকার সাঁতরে পার হতে একা
একা শেখো।