সবুজ অপছন্দ নয়
রক্ত রঙের দারুণ  চিৎকার করে বলতে পারি
দিনরাতের অভ্যাসে যেমন দেখা
অদেখার বিষয় থাকে আমারও আছে
ইচ্ছেকে আয় ঘুমের দেশে না পাঠানো---


এভাবে সত্য ঝরে পড়ে আর তখন
বাক্ হীন লোক সোজা হয়ে নতুন নতুন শব্দ
ঝুলিয়ে রাখে নিঃশব্দ বাড়িতে
দলবেঁধে ছুটে আসে অদ্ভুত দাবি নিয়ে  
রাতের পেঁচাও সমস্ত দিন মানুষের কান্ড দ‍্যাখে
প্রতিবেশিও দ‍্যাখে
সামাজিক শব্দটার গায়ে থুতু আটকে সতর্কবার্তা
ঝুলে আছে দরোজায়
আতঙ্ক আজ হাসপাতালে যেতে দেয়নি
গুপ্ত ঘাতক শুনতে পাচ্ছো দাবি
যে দাবি তোমারও  ছিল  কাল
সারাটা সকাল---