একটা জাতি ঘর ছাড়ায়___ আর
একটা জাতি দেশপ্রেম
একটা জাতি খুন-জখম ___আর
একটা জাতি মনুষ‍্য প্রেম


এত ধার কে দিয়েছে ধর্মের ছুরিতে
শক্তি এতো সুপ্ত কার?
কাল ছিল যে প্রতিবেশী বন্ধু সুজন
শত্রু কেন আজ আমার!


এর নামই কী নীতির রাজা
গা ঢাকা হাজারও দোষ
একটু যদি সামলে  চলো নিজে
ওদের  মুখে দেখবে অসন্তোষ


বহু  স্বর  স্তব্ধ রেখে বুকে
ছন্দ খুঁজি  রাস্তায় রাস্তায়
জানি ধর্ম ভেদাভেদ হীন
দ্বন্দ্ব তবু   করি দুজনায়---