আমি আসি যাই তার সম্মুখে আমার/ প্রতি পলে জীবন নির্ঘণ্ট দ্যাখে তার/ বিদেশ বিভূঁই কিম্বা আপন বা পর /শান্ত করে অনুভব হৃদয়ের দ্বার/ আতিথ্য পেয়েছে যার সেতো নয় দূর /তবু মন দেহপটে রাখে সমুদ্রুর/ দূরত্ব। বিষ বাষ্প হয় সর্ব শক্তির /আরাধনা। তপস্যা ভণ্ডুলে হাত যার /সেই শক্তি সর্বকামী, ঘৃণ্য নয়। তার /দেহপট চোরা স্রোতে বিদ্ধ। ক্ষণেকের /স্বপ্ন জালে বোনা বাসা রিক্ত বাসী ঘর /অজ্ঞাত, সেও দেহপটে নয় পরিসর। জন্মান্তরে সুপ্ত আশা তৃপ্ত কামনার/ পথ। দেহে সুপ্ত আমি কার কে আমার। 30.10.17