ধারণ করার ইচ্ছে নিয়ে তুমিই এলে
ভালবাসার অধিকারে পাল্টে ফেলার শর্ত দিলে


একদিন বলেছিলে : আবাদি জমি সব তোমার
ফসল উঠবে তোমারও ঘরে সমান দু'জনার


তুমি চাইলে  প্রমান দিতে পারো; সীমান্তে
আছি বলে শুধু যুদ্ধ পারিনা আনতে


শরতের মেঘের মতন গোষ্ঠীহীন আকাশ হয়ে
মাটি জলে রাজনীতির বিষবৃক্ষ  সাফ করে দিয়ে


হাজারও  বছরে শিখিয়েছো  ধৈর্যের অভ‍্যাস
তুমি সমস্ত মিথ্যাবাদীর টেনেছো  রাশ


হে পাশ্বনাথ! হে পিতা!দেওয়ালে ক্রুশবিদ্ধ  যীশু
ভাসিয়ো না  আর শয়তানের মুখে পৃথিবীর মানব শিশু।