বাড়ে গাণিতিক হারে পৃথিবীর অন্ধকার দিন
জমাট পিচ রাস্তার মতো কালো
পেঁচার নখের আচঁড়ে বাদুড়ের ডানায় গা ঢাকা দেয়
সূর্য থেকে নেমে আসা আলো ঘোলাটে হয়
অস্বচ্ছ হয়ে ওঠে পথ ঘাট
পৃথিবীর নগ্ন চিত্র ঢাকা পরে আলোর সামনে
অন্ধকারে এক দূষণ অন্য দূষণের পা ধুইয়ে দেয়
ঘূর্ণিঝড় পৌঁছয় বিছানায়
দূষণ ডুব দেয় মহাশূন্যে
ঘোলাটে দূষণ অরণ্যে