অহংকার ছিল মুখ দেখে মুখ চেনা যেতো
কখনও মাথায় কখনও পায়ে
যেখানেই হোক গুরুত্ব পেতো
নাম কতো
একটু শাদা তাই সোহাগী নাম রাই
ব্যঞ্জনে বিজয়িনী
দোষ কাটাতে ভূত ছাড়াতে
তোমার জুড়ি ছিলে তুমিই
আজকাল ক্যামন বিমর্ষ
তোমাকে নিয়ে সকলে সংকটে
কেউ বিশ্বাস করে না
সবার মুখে একই কথা
কান না দিতে গুজবে ।চারিদিকে সতর্কতা ।
তবুও অবস্থা হাতের বাইরে
ওঝাদের প্রতি লক্ষ দৃষ্টি সবার নতমুখ
সর্ষের ভিতরে ভূত
মৃত্যুময় ডানার দিকে তাকিয়ে
কোটি কোটি উজবুক------