ভালোবাসার মানুষ যখন হয় পর
গৃহস্থই গৃহে হয় যাযাবর


পথ গন্তব্যহীন হয়ে সীমান্তে দাঁড়ায়
নদীর মতো বালি কোলে কোরে
সমুদ্রকে চোখের দেখা দ‍্যাখে


হারানো পথে তুমি
কাপড়ের চোরকাঁটা ছাড়িয়ে দাও নিজের হাতে
গাছের মতন হয়ে ওঠো একান্ত


তারপর বাতাস আর গন্ধ যেমন মেঘ ঝড়-বৃষ্টি সারায় তেমনি তুমি আমাকে সম্পূর্ণ করবে বলে
শিকড়ের মতন অপ্রতিরোধ্য শান্ত হও ভিতরে ভিতরে


বেশি পোড়া ইঁটের মতন  বেঁকেও
আপন জোরে চলো
ভুলে যাও কাছে পেতে কাছে যেতে হয়
প্রতিশ্রুতিহীন বেঁচে থাকার ভিতর
জেগে থাকা ভালোবাসা ছেদ্ রে  যায়
খাঁ খাঁ করে মুখাপেক্ষী ঝড়


বড়ো একা লাগে
দুঃখ ও আবেগে


তবুও---
ভালোবাসার স্থায়ী আসন পাতা থাকে স্মৃতির ঘরে
সবুজ শস্যে বা শুকনো  খড়ে


আল পথে দাঁড়িয়ে যে একা নিজের কাছে
জগদ্দল  সরিয়ে দ‍্যাখো আবছা মতো দেখছো যাকে
তার চেয়ে ভালোবাসার মানুষ আর কে আছে!