বিদ্যাসাগর মধু কবি /বাঁকা চাঁদ আর গুরু রবি /বাংলা ভাষার অসীম দানে /বিশ্ব জুড়ে কেতন ওড়ান/ এই ভাষারই মাটির টানে /নজরুল, দাদা ঠাকুর, শামসুর /আর পাঠক সনাতন /বাংলা মায়ের স্নেহের দানে করেছিলেন পণ /তাই একুশের রবি কিরণে /শপথ নিই মনে প্রাণে /দুই বাংলার অভিন্ন ভাষার মতো /মুছে যাক ভেদাভেদ ভেদরেখা যত।