নীরবে উপবিষ্ট আছি খুব কাছাকাছি /নক্ষত্র আর আকাশের মতন /এক মাদুরে মাটি ছুঁয়ে /তবুও দুজনের দুরত্ব এক সমুদ্র /কেন? / আমি পারি তুমি পারো না /আমার ধৈর্য পারে /অথচ - তুমি ঘুমাও নিশ্চিতে /মেঘ সরে গেলে আমি জেগে উঠবো ই /তারপর - /ভাঙা বুকে আকাশ ঢেলে তোমার গায়ে সর্পিল দাঁত বসিয়ে দেখবো /দুজনে কতটা ফারাক।