বিশ্বাস হারিয়ে যায়নি  ফুসমন্তরে
আছে সর্বাঙ্গ  ছুঁয়ে
লাল মোরামের কৃপণ পথে
খরা বন্যার ভুঁয়ে।


ধানক্ষেতে সবুজ  বৃষ্টি-রোদে
শ্রাবণ ভাদ্রের মাসে
শিশিরের গায়ে অঘ্রাণ শোয়
সোনালি ধানের পাশে।


ভুল কোরে করি ভুল
ভাঙ্গি নিজের বাসা
বারবার রোজ মরে
চূর্ণ করেছি প্রত্যাশা।


না বুঝে নেমেছি ফালতু  লড়াই-এ
ছদ্মবেশ বোঝেনি মন
চোখে আঙুল দিয়ে দেখিয়েছে
গ্যালিলিও পৃথিবীর ঘূর্ণন।


হাঁটতে-হাঁটতে রাস্তা হারায়
জন্ম চেনা পথে
তুমি তো তুমিই,ফিরছি আমি
অতীত বিশ্বাসের সাথে।