মানুষ কি আর ভেবেছে কখনো
একটি বারের জন্য
শহর পথে হাঁটবে হরিণ
ঘুরবে পশু বন্য


এইতো সেদিন দেখা গেল
বিলুপ্ত প্রায় প্রাণী
মনের সুখে রাস্তা পেরোয়
নেই কোন হয়রানি


পথের মাঝে ময়ূর নাচে
বিরল  সে এক দৃশ‍্য
অবাক মানুষ অবাক সবাই
মন সকলের অবিমিশ্র


ছানাপোনা সঙ্গে করে
রাজ হংসী  পথে
মনের সুখে হেঁটে চলে
আছে তফাতে তফাতে


বাড়ির পাশে গাছের ডালে
নানান রঙের পাখি
আনন্দে সব নৃত্য করে
দুচোখ ভরে দেখি


দূষণ গেছে বাতাসে থেকে
স্তব্ধ আছে ব্যস্ততা
অল্প খেয়ে সুস্থ মানুষ
শুকনো চোখের পাতা


ঘোর কেটেছে  বিদেশ যাওয়ার
জন্মভূমি দেহ-মন
আমার দেশ  দেশের মাটি
আমার কাছে বৃন্দাবন ।