ইচ্ছে করে ডাক শুনতে তোমার


নিজেকে শামুক খোলে গুটিয়ে রাখার মন্ত্র শিখি
শরীর শেখে অন্ধকারের ভাষা


দিন দিন ছোট হই  আরও ছোট---


রাতের  পেঁচারা কীর্তন করে
গৃহস্থের শীতের খামারে
আমার দুঃখের পাশে শুয়ে
ইয়া লম্বা বাস্তু সাপ


শালিখ গুলো আর গলায় আঙুল দিয়ে  চেঁচায় না
শপথ নিয়েছে তারার আলোয় বর্ণ চেনার
তবুও ;
অন্ধকার রাস্তা হারায় লক্ষ হীরের গ্রাম


"মানুষ বড় একা"
মানুষ বড় অসহায়


হে বাইশে শ্রাবণ
ফিরিয়ে দাও
তুমি ফিরিয়ে দাও
আমাদের রবীন্দ্রনাথ


শুরু থেকে শুরু হোক নতুন প্রভাত---