বাঁধ ভাঙে জলের চাপে
ঘর ভেঙে  যায় স্রোতে
মানুষ মরে পথে ঘাটে
সন্ধ্যা দুপুর আর প্রভাতে।


জল ছোঁয় শুকনো হৃদয়
পলি ঢাকে নীথর দেহ
গ্রাম হারিয়ে নদীতে যায়
সময় ভোলে  ভালোবাসা স্নেহ।


গাছের ডালে পাখি ডাকে
মধুপ বসে ফুলে ফুলে
মানুষ বাঁচে মানুষ চিনে
চেনা নদী  ভাসে দুকূলে।


জল তো নয় ফুটন্ত  আগুন
নদীর বুকে লাফায়,ভাসে
সে কালের রাজা এ কালে মন্ত্রী
উড়ানে বন্যা দ্যাখে  আকাশে---


থমকে পথে শত বছর
বিলের ধারে সূর্য ভাঙা ঢেউ
দেখ চারিদিক শুনশান
রাস্তার  কুকুর করে ঘেউঘেউ।


তোমার জীবন কাটুক সুখে
আমার ভিটে নদী  খাক
গ্রহণে তোমরা  ঘুমোও আরামে
সূর্য গড়িয়ে ডুবে যাক।