পড় পড় শব্দটা বড় পরিচিত
বারবার শুনে কান ক্ষত বিক্ষত

দাদু বলে দিদা বলে বলে মা মাসী
পড় পড় শব্দতে ভুলে গেছে হাসি

হতে হবে ডাক্তার কিম্বা ইঞ্জিনিয়ার
শোনে নাই কথা কভু মানুষ হবার


ফি-বছর গোটা গোটা দিয়ে পাশ
বাছা হলো ডাক্তার,মেটালো মনের আশ


তবু পর পর শব্দটা থেকে গেল
যেন ইংরেজী বাংলা মিলে ঈঙ্গ হলো।